কাঁন্না-কাটি করেও বিমানে উঠতে পারেনি ঋতুপর্ণা!

0
86

টালিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারত ছাড়াও বাংলাদেশে রয়েছে তার ব্যাপক পরিচিতি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি জানান, শুটিংয়ের কাজে আহমেদাবাদ যাওয়ার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে না পৌঁছানোয় বিমানে উঠতে দেওয়া হয়নি তাকে।

এরপর একটানা ৪০ মিনিট ধরে অনুরোধ করেন তিনি। শুধু তাই নয়, এই অভিনেত্রীর কান্নাকাটি করেও কোনো লাভ হয়নি। বিমান থামেনি তার জন্য।

এদিকে শুটিংয়ে তার এই না যাওয়ায় বেশ ক্ষতি হয়ে যাবে বলেও তিনি অনেক কথা-কাটাকাটি করেন। আর এ জন্য বিমানসংস্থার এই ঘটনায় ঋতুপর্ণা বেশ বিরক্ত।

তিনি ওই স্ট্যাটাসে দাবি করেন, চাইলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক, কতক্ষণ দেরিতে পৌঁছেছেন।

শুধু তাই নয়, এর প্রেক্ষিতে যাতে পদক্ষেপ নেওয়া হয় সেজন্যও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইন্ডিগো বিমান সংস্থার কাছেও দাবি জানিয়ে কান্না-কাটি পর্যন্ত করেন জনপ্রিয় এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here