Saturday, December 5, 2020
Home শিক্ষা ও শিক্ষাঙ্গন 'ক্যাপ' কুষ্টিয়া জোনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘ক্যাপ’ কুষ্টিয়া জোনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি প্রতিনিধি : ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম (ক্যাপ) কুষ্টিয়া জোনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) বিনামূল্যে মাস্ক বিতরন, ক্যান্সার সচেতনতামূলক লিফলেট ও বৃদ্ধাশ্রমে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনটির কর্মীরা।
‘Be Aware, Make Awareness’ স্লোগানকে সামনে রেখে ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীনের নেতৃত্বে  দিনটি উদযাপন করে সদস্যরা। এসময় কুষ্টিয়া এন.এস রোডে পথচারী ও দিনমজুর মানুষের মাঝে ১০০০ মাস্ক বিনামূল্যে বিতরন করেন তারা। একইসাথে ক্যান্সার সচেতনতামূলক লিফলেটও বিতরন করেন সেচ্ছাসেবী এই সদস্যরা।
মাস্ক বিতরন শেষে কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে “উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র” বৃদ্ধাশ্রমে স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন করেন তারা। এসময় শাহিনা সুলতানা সিনজুর সঞ্চালনায় ক্যাম্পেইনে স্তন ও জরায়ু ক্যান্সার নিয়ে আলোচনা করেন কুষ্টিয়া জোনের সাধারণ সম্পাদক তাজমিন সুলতানা মিমি ও অফিস সহকারী জেরিন তাসনিম ভাবনা। পরে বৃদ্ধাশ্রমে দুপুরের খাবারের আয়োজন করে সংগঠনটি।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, ক্যাপের কো-ফাউন্ডার মুসা করিম রিপন, ক্যাপের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মাহাদী, কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি সালমান শাহাদাতসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীন জানান, ‘পৃথিবীর সর্বজায়গায় সচেতনতা তৈরির লক্ষ্যেই ক্যাপের এই কার্যক্রম। করোনা কেটে গিয়ে সবাই সুস্থ হয়ে উঠুক। পাশাপাশি ক্যাপের পথচলায় সকলের সহযোগিতা কামনা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোভিড-১৯ টিকা দিতে শুরু করেছে রাশিয়া !

মস্কোয় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের কোভিড-১৯ টিকা দেয়ার কর্মসূচী শুরু করেছে রাশিয়া।বিশ্বের প্রথম দেশ হিসাবে এবং কোনরকম তথ্য প্রকাশ না করেই গত অগাস্ট...

দেউলবাড়ী-দোবরা ভাসমান সবজি চাষ বিশ্ব স্বীকৃতী অর্জন!

শেখ সাইফুল ইসলাম কবির,বিলাঞ্চল থেকে ফিরে : পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলাঞ্চল দেউলবাড়ী-দোবরা, কলারদোয়ানিয়া ও মালিখালী ইউনিয়নের জলাভ‚মির বাসিন্দাদের ব্যতিক্রমী উদ্ভাবন ভাসমান বীজতলা ও সবজি...

হাতীবান্ধা হানাদার মুক্ত দিবসে সবুজ সংঘের মাস্ক বিতরণ

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধিঃ ০৫ ডিসেম্বর হাতীবান্ধা হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা ও মাস্ক বিতরণ করেন ইউ.সি.সি (সবুজ সংঘ)। শনিবার (০৫...

লালমনিরহাটে একই ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু !

শাহিনুর ইসলাম প্রান্ত : লালমনিরহাটের কালীগঞ্জে একই ট্রেনে কাটা পড়ে রহিদুল ইসলাম ইমরান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীসহ দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর)...

Recent Comments