প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলাম জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন। আদালতের আদেশের কয়েক ঘণ্টা পরেই তিনি কাশিমপুর কারাগার থেকে একটি গাড়িতে করে বের হয়ে আসেন। তবে এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেন নি।
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা এক মামলায় তিনি প্রায় এক সপ্তাহ ধরে কারাগারে আটক ছিলেন। তার বিরুদ্ধে সচিবালয় থেকে সরকারি ‘নথি চুরির’ অভিযোগ আনা হয়েছে।
রোজিনা ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ এর আগে অস্বীকার করে বলেছেন, তার সঙ্গে “অন্যায়” করা হয়েছে। তার পত্রিকা প্রথম আলোর তরফে বলা হয়েছে “স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির রিপোর্ট করায় রোজিনা ইসলাম আক্রোশের শিকার হয়েছেন।”
হাসপাতাল থেকে মুক্ত হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য রোজিনা ইসলামের পরিবার তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে।