ক্যারিয়ারের জন্য বিয়ের পরিকল্পনা বাদ দিলেন তামান্না ভাটিয়া !

0
199
ক্যারিয়ারের জন্য নিজের বিয়ের পরিকল্পনাই বাদ দিলেন দক্ষিনের অভিনেত্রী নায়িকা তামান্না ভাটিয়া। ৩০ বছর বয়সী তামান্না বর্তমানে গোপীচন্দের ‘সতিমারর’ এবং সত্যদেবের ‘গুরুথুণ্ড সীঠাকালাম’ ছবিতে অভিনয় করছেন।
এই দুটি সিনেমা ছাড়াও, তিনি ‘অন্ধধুন’ এর তেলেগু রিমেকের শুটিং শুরু করবেন, যেখানে নিতিন পুরুষ মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
এছাড়া ব্লকবাস্টার ‘এফ টু’ এর সিক্যুয়েল ‘এফ থ্রি’ তে ভেঙ্কটেশের সঙ্গে জুটি বাঁধবেন তামান্না। ছবিটি সামনের মাসে শুরু হবে।
এছাড়াও পরিচালক তানিকেল্লা ভরণীর নতুন সিনেমায় অন্যতম নারী চরিত্রে অভিনয় করবেন, যেখানে নায়ক চরিত্রে আছেন কে রাঘবেন্দ্র রাও। এত কাজে ব্যস্ত হওয়ায় এবার ক্যারিয়ারকে এগিয়ে যাওয়ার জন্য
তামান্না তার বিয়ের পরিকল্পনা স্থগিত করেছিলেন বলে জানা গেছে। তিনি জীবনে ‘থিতু’ হতে চেয়েছিলেন। তিনি সম্প্রতি মুম্বাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here