খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আবেদন পাইনি-আইনমন্ত্রী

0
406
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইছে তাঁর পরিবার ও দল। কিন্তু যে আদেশ বলে তিনি জেল থেকে বের হয়েছিলেন সে অনুযায়ী তাঁর বিদেশে যাওয়ার সুযোগই নেই।
কারণ যে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিলো সরকার তার শর্তই হলো তিনি বিদেশে যেতে বা বিদেশি চিকিৎসা নিতে পারবেন না।
কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, সরকার সেই শর্তটি শিথিল করলে খালেদা জিয়ার বিদেশে যেতে আইনগত কোন বাধা থাকে না। এটা নির্ভর করছে একেবারেই সরকারের সিদ্ধান্তের ওপর।
কিন্তু এখনো তারা বিএনপি বা খালেদা জিয়ার পরিবারের তরফ থেকে এরকম কোন আবেদন পাননি,  বলেন আইনমন্ত্রী।
করোনাভাইরাস আক্রান্ত খালেদা জিয়া গত ২৮শে এপ্রিল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি। শ্বাসকষ্টের কারণে সোমবার তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়।
রাতেই তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করে বলে জানাচ্ছে বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here