বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন। বর্তমানে কোনরকম বিপদের আশঙ্কা নেই।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মেডিক্যাল টিমের চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর বেগম জিয়ার বায়োপসি করা হয়। এখন তিনি সুস্থ আছেন। শরীরের কোনো অংশে ছোট্ট একটু চাকা দেখা দেওয়া বায়োপসি করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, এই পরীক্ষার রিপোর্ট আসতে সময় লাগে। সেটা কমপক্ষে ৭২ ঘণ্টা। আবার কোন ক্ষেত্রে ১৫ থেকে ২১ দিনও লাগে। এর রেজাল্টের উপর নির্ভর করবে তার চিকিৎসা কেমন হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে এটাকে মিথ্যা মামলা উল্লেখ করে তিনি বলেন, এটা একটা মিথ্যা মামলা। এই মামলায় জামিন পাওয়া তার অধিকার।
সরকারের উচিত অবিলম্বে তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করা।এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের সংবাদ প্রকাশে কতিপয় সংবাদ মাধ্যমের দায়িত্ব জ্ঞানহীনতার তীব্র সমালোচনা করেন এবং হাসতে হাসতে বলেন, ‘হলুদ না; এগুলো হাইপার জার্নালিজম’।