চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার কিরনগঞ্জ সীমান্ত এলাকা থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করেছে চাঁপাই নবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
এব্যাপারে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১ টার দিকে কিরণগঞ্জ বিওপির নায়েব সুবেদার মোঃ ফজলুল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৮/২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিরণগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২৪ গ্রাম হেরোইন এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
উদ্ধারকৃত হেরোইন এবং ইয়াবা এর সিজার মূল্য-৪ লক্ষ ৬৩ হাজার টাকা। উদ্ধার হওয়া হেরোইন এবং ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।