কোমল পানীয় ভেবে কিটনাশক খেয়ে শৈলকুপায় শিশুর মৃত্যু!

0
82

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ– ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ব্রম্মপুর গ্রামে কোমল পানীয় ভেবে সেভেন আপের বোতলে রাখা ঘাস পুড়ানো কীটনাশক ওষুধ খেয়ে হাসানুল ইসলাম নামে এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে।

হাসানুল ইসলাম উপজেলার ব্রম্মপুর গ্রামের নিপুল হোসেনের ছেলে এবং ব্রম্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসানুল ইসলাম গত ২৫ মার্চ দুপুরের দিকে ভুল করে কীটনাশক খেয়ে ফেলে। ঘটনাটি জানার পর তাকে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎকরা তাকে পরের দিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে হাসানুল মারা যায় বলে জানান তার বাবা নিপুল হোসেন।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ঘাস পুড়ানো কীটনাশক ওষুধ খেয়ে চিকিৎসারত অবস্থায় হাসানুল ইসলাম নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here