‘দে দে পেয়ার দে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী রাকুল করোনায় আক্রান্ত। মঙ্গলবার (২২ ডিসেম্বর) তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। তিনি এও বলেছেন, নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’
তবে বর্তমানে ভালো আছেন জানিয়ে তিনি লেখেন, ‘আমি ভালো আছি এবং বিশ্রাম নিচ্ছি যেন, খুব তাড়া তাড়ি শুটিংয়ে ফিরতে পারি। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে দয়াকরে টেস্ট করাবেন। ধন্যবাদ এবং নিরাপদ থাকবেন।’
অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমার শুটিং করছিলেন এই অভিনেত্রী। অজয়ের সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। এতে আরো অভিনয় করছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন অজয়।