করোনা ভাইরাস: দেশে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু !

0
228

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,১৯৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৫২৪ জনের মৃত্যু হলো।

এখন পর্যন্ত  দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৪৯৫ জন। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৭.৪২ জন সুস্থ হয়ে উঠছেন।

দেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯,৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৭০ হাজার ৯৯৫ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১২.৬০ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.২৬ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। আর প্রতি ১০০ জন শনাক্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৭.৪২ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী। (বিবিসি বাংলা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here