Tuesday, November 24, 2020
Home জাতীয় করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু !

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু !

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৩৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫৮৩৮ জনের মৃত্যু হল।

এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৫২৩ জন।

দেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় ১২৬১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৮৩ হাজার ৯৬৪ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১০.৫৮ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৭.৫৮ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৬ জন মহিলা। (b b c Bangla)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মাছ ধরতে গিয়ে তীর-ধনুক দিয়ে আক্রমন ॥ এক নারীর অবস্থা আশংকাজনক !

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ৫ বছরের জন্য লিজ নিয়ে নিজেদের চাষ করা মাছ মারতে গিয়ে তীর-ধনুক দিয়ে আদীবাসীদের অবৈধ দখলের উদ্দেশ্যে চালানো হামলায় স্থানীয় নারীসহ...

সোনামসজিদ পর্যটন মোটেলের উদ্বোধন !

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন করা হয়েছে সোনামসজিদ পর্যটন মোটেলের। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন...

ধোঁকাবাজ বিএনপি’র ফাঁদে জনগণ আর পা দেবে না: এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি’র এখন প্রধান কাজই হচ্ছে দেশের জনগণ...

বাগেরহাট প্রেসক্লাবের কমিটিকে অভিনন্দন !

নিজস্ব প্রতিনিধি:বাগেরহাট প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী সহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক...

Recent Comments