করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু !

0
228
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৬৯ জন মারা গেছে । এই সময়ের মধ্যে নতুন করে ১,৩৫৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মোট ১১,৫৭৯ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৬৫৭ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬,৮৭,৩২৮ জন। এ সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,১৫৮টি।

গত বছর ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় সে বছরের ১৮ই মার্চ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২। আর যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৪ ও নারী ২৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here