Home জাতীয় করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু !
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৬৯৮ জন। যা এর আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ।
যদিও নমুনা পরীক্ষার সংখ্যাও দ্বিগুণের মত বেড়েছে। ঈদের ছুটির কয়েকদিন নমুনা পরীক্ষার সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় কম ছিল। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৩৪৭টি।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। সংক্রমণ রোধে দেশে ৫ই এপ্রিল থেকে একটানা নানা ধরনের বিধিনিষেধ বহাল রয়েছে।
কিন্তু ঈদের আগে শপিংমলে ভিড় এবং ঈদের আগমুহূর্তে স্বাস্থ্যবিধি অমান্য করে ঢাকা ছেড়ে যেভাবে মানুষজন নিজের জেলায় ফিরেছেন তাতে নতুন করে আবারো আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছিল।