দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১,৭৪২ জন। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধি-দপ্তরের সর্বশেষ প্রজ্ঞাপণে এই তথ্য জানানো হয়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হল ১১,৭৫৫ জনের।
দেশে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা বাড়তে শুরু করে। এপ্রিল মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২৪ শতাংশে পৌঁছায়। সেই পটভূমিতে সরকার এপ্রিলের পাঁচ তারিখ থেকে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়।
এরপর গত কয়েকদিন ধরে সংক্রমণের হার কমতে শুরু করে। এখন স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, গত সাতদিনে নমুনা পরীক্ষার বিপরীতে ৮.৫৯ শতাংশ মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই মূহুর্তে দেশের ৪২৭টা পরীক্ষাগারে করোনাভাইরাস নমুনা পরীক্ষা করা হচ্ছে। (বিবিসি বাংলা)