সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১,৮২২ জন। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধি-দপ্তরের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। দেশে সর্বশেষ ৩০শে মার্চ কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে গতকাল ৫ই মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ জন মারা গিয়েছিলেন। গত ২৪ ঘণ্টার তথ্যে দেখা যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হ্রাস পেলেও শনাক্তের সংখ্যা বেড়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হল ১১ হাজার ৭৯৬ জনের। এখন পর্যন্ত মোট ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.৪৪ শতাংশে নেমে এসেছে।