চড় ও পিস্তল-কাণ্ডের পর সিনেমাপাড়া মেতেছিল ওমর সানি ও জায়েদ খানের দ্বন্দ্ব নিয়ে। এ ব্যাপারে শুরুর দিকে নিরব ছিলেন মৌসুমী। কিন্তু একদিন যেতেই এক অডিও বার্তা দিয়ে ভড়কে দেন সবাইকে। বার্তাটি শুনে জনমনে গুঞ্জন ওঠে, সানি-মৌসুমীর দীর্ঘ দাম্পত্যজীবন ভাঙল বলে।
এই গুঞ্জনের লাগাম টেনে ধরেন ওমর সানি। সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমীর সঙ্গে এক টেবিলে খাবার খাওয়ার ছবি প্রকাশ করে তিনি জানান দেন, সংসার ভাঙছে না। এতে স্বস্তি পান তাদের অনুরাগীরা।
তবে স্বস্তিতে নেই মৌসুমী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিষন্ন বদনের ছবি ও ক্যাপশনই বলছে সে কথা। শুক্রবার (১৭ জুন) রাতে এলোচুলে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। সেখানে তিনি লিখেছেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য।
ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ।’ নিজেকে অভিমানী উল্লেখ করে এই অভিনেত্রী সেখানে আরও লিখেছেন, ‘খুব চেষ্টা করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম।’