কোটচাঁদপুর ৩ নং কুশনা ইউনিয়ন কৃষক লীগ সভাপতির বিশাল শোডাউন !

0
124
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ২রা অক্টোবর শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩ নং কুশনা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মো: আব্দুর রশীদের উদ্যেগে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোডাউন কুশনার বহরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে কুশনা ইউনিয়নের সর্বস্তরের জনগন ৬০০ টি মোটর সাইকেল, ১৫০ টি আলমসাধু, ৫০ টি ইজিবাইক ও ১৫০ টি ব্যাটারিচালিত পাখি ভ্যান নিয়ে স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন।
এই শোডাউনকে ঘিরে ৩ নং কুশনা ইউনিয়নে উৎসবের আমেজ সৃষ্টি হয়।শোডাউনে অংশগ্রহনকারী সকলের মুখে একটাই দাবী ্য়ঁড়ঃ;আসন্ন ইউ-নিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুর রশীদ ভাইকে দেখতে চায়্য়ঁড়ঃ; উক্ত শোডাউনটি কুশনা ইউনিয়নের ১৭ টি গ্রাম প্রদক্ষিণ শেষে কোটচাঁদ পুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশীদ অভি-নন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here