কোটচাঁদপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, ট্রাক্টর আটক

0
84
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুরে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইদ্রিস আলী মন্ডল (৮৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের দুধসারা মসজিদ পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯ টার দিকে ইদ্রিস আলী বাইসাইকেলযোগে মাঠে যাচ্ছিলেন। এসময় উপজেলা প্রশাসনের আশ্রয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়।

এতে সাইকেল আরোহী ইদ্রিস আলী ট্রাক্টরের নিচে পড়ে গেলে চালক তাকে চাকার নিচে পিষ্ট করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এঘটনায় ট্রাক্টর চালক ফারুক পালিয়ে গেলেও বালু বোঝাই ট্রাক্টর আটক করেছে পুলিশ। ইদ্রিস আলী পৌর শহরের ব্রীজঘাট এলাকার মৃত খোঁদা বক্স মন্ডলের ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here