শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধিঃ বুড়িমারী স্থলবন্দরের সার্বিক ব্যবসা সূচক বৃদ্ধি ও বন্দর ব্যবহারকারী সকল আমদানি রপ্তানিকারকের কল্যাণ সাধন ও সার্বিক ভ্যাট পরিস্থিতি নিয়ে রোববার সকালে বুড়িমারী সফিয়ার রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রুপের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, গ্রুপের সাংগঠনিক সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত। এ সভায় ব্যবসায়ী হুমায়ুন কবীর সওদাগর, হাবিবুর রহমান, তাহাজুল ইসলাম রুবেল সহ দেড় শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বুড়িমারী স্থলবন্দরেে ব্যবসা সংক্রান্ত নানা ধরণের সমস্যার কথা তুলে ধরেন।