লালমনিরহাটে মৌমাছির কামড়ে ছাত্রলীগ নেতাসহ আহত ৩

0
63

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মৌমাছির কামড়ে ছাত্রলীগ নেতাসহ ৩জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার(৩ অক্টোবর) সকালে উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত ভেটেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভাদাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন(৩০), তার চাচা হেলাল উদ্দিন(৬৫) ও জিয়াবউদ্দিন(৬০)।

স্থানীয়রা জানান, সকালের বাড়ির পাশে নিজের সবজি বাগানে কাজ করছিলেন বৃদ্ধ হেলাল উদ্দিন। সবজি বাগানের পাশের কাঠাল গাছে ছিল মৌচাক। সেই মৌচাকে আঘাত করে একটি পাখি। পরে মৌমাছি এসে বৃদ্ধ হেলাল উদ্দিনকে আক্রমন করে।

তার চিৎকারে তার ভাই জিয়াবউদ্দিন এগিয়ে এলে তাকেও আক্রমন করে মৌমাছি। তাদের বাঁচাতে ভাতিজা মকবুল হোসেন এগিয়ে এলে তাকেও আক্রমন করে।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তারা আশংকা মুক্ত বলে দাবি করে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা।

আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার বলেন, দুই শতাধিক মৌমাছি কামড় দিয়েছে। ছাত্রলীগ নেতা মকবুলসহ আহতদের চিকিৎসা চলছে। তবে তারা আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here