শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট]: লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইয়াসিন আলী বাবু (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকালে ওই উপজেলার ভোটমারী এলাকায় বুড়িমারী -লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু পার্শ্ববর্তী কিসমত লোহালী এলাকার গোলাম মোস্তফার ছেলে বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন জানান, ইয়াসিন আলী বাবু ভ্রাম্যমাণ ধান ভাঙা মেশিন নিয়ে যাচ্ছিলো এ সময় বুড়িমারী স্থল বন্দর গামী একটি ট্রাক বাবুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।