শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট]: লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক ইমরুলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা চেয়ারম্যান ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিনকে হুমকি ও পল্লী উন্নয়ন কর্মকর্তার সাথে অশোভন আচরণ করছেন। তার এমন আচরণ রাষ্ট্র ও পরিষদের পরিপন্থী তাই তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে ওই উপজেলার চেয়ারম্যানের সাথে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিনের দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও পাল্টা-পাল্টি অভিযোগ করেন।