লালমনিরহাটে বিএসএফ গুলিতে নিহত ১ !

0
87

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগারা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন।

মঙ্গলবার (২৫ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৬০) গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামের মইনুদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ময়না-তদন্ত শেষে নুরুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নুরুল ইসলামসহ কয়েকজন ভারতীয় গরু আনতে মালগারা সীমান্তে যায়। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

এতে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম। পরে অন্য বাংলাদেশিরা তার মরদেহ নিয়ে আসে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here