মা দিবসে সন্তান প্রসব করার সময় মায়ের মৃত্যু !

0
170
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় জাহানারা বেগম নামে এক প্রসূতি সন্তান প্রসববের সময় না ফেরার দেশে পাড়ি জমান। এ সময় মৃত নবজাতক জন্ম নেয়।
আজ রোববার (৯ মে) বিকেলে উপজেলার সিংগীমারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সন্তান প্রসবের পর না ফেরার দেশে পাড়ি জমান গৃহবধূ জাহানারা বেগম। প্রসুতি ও নবজাকের মৃত্যুতে শোকের ছায়া নেয়ে আসে পুরো এলাকা জুড়ে।
স্বামী সন্তানের কান্নায় ভারী হয়ে ওঠে চারি দিকে আকাশ-বাতাস। জাহানারা বেগম উপজেরার টংভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা খলিলের স্ত্রী ও সিন্দুর্না ইউনিয়নের জালালের মেয়ে। বড় মেয়ে শারমিন ও ছোট মেয়ে শাহানা।
জাহানারা বেগমের স্বামী খলিল বলেন, আমার স্ত্রী প্রসব বেদনা শুরু হলে উপজেলার সিংগী মারী ইউ-নিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রে নিয়ে যাই। শুরু থেকেই সেখানেই চিকিৎসা নেয়া হচ্ছিলো। সেখানের নেয়ার পর দ্বায়িত্বর সেবিকারা তাকে ভিতরে নিয়ে যায়।
এরপর বাচ্চা প্রসবও করে, কিন্ত মৃত। পরে তারা আমার স্ত্রীকে দ্রুত হাসপাতালে নিতে বলে। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের দ্বায়িত্বরত সিএস বিএ কাঞ্চনা রানী বলেন, বাচ্চা প্রসবের আগেই মারা গেছে। প্রসবের পর মাকে দ্রæত হাস-পাতালে নিতে বলা হয়। তখন তারা ওনাকে ভ্যানে করে এখান থেকে নিয়ে যায়। তারপর নিয়ে গেছে কিনা জানিনা। শুনেছি ওই প্রসূতিও মারা গেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রসূতিকে স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিলো। তবে নিয়ে আসার আগেই মারা যান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here