মাদক মামলায় আসামী হয়ে ষড়যন্ত্রের শিকার দাবী করছেন ইউ-পি সদস্য

0
90

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউ-পি সদস্য সুজন আহম্মেদকে মামলার আসামী করা হয়েছেন।

মঙ্গলবার বিকালে হাতীবান্ধা থানায় তাকে সহ ৩ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে ওই ইউ-পি সদস্য সুজন আহম্মেদের দাবী তাকে ষড়যন্ত্র মুলক মাদক মামলায় আসামী করা হয়েছে।

ইউ-পি সদস্য সুজন আহম্মেদ বলেন, তিনি ইউ-পি সদস্য হিসাবে নির্বাচত হওয়ার পর থেকে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে মঙ্গলবার একটি মাদক উদ্ধারের ঘটনায় তাকে আসামী করা হয়।

ইউ-পি সদস্য সুজন আহম্মেদের দাবী তিনি ঘটনার সাথে জড়িত নয় তবুও তাকে সামাজিক ভাবে হেয় করতে ষড়যন্ত্র মুলক ওই মামলায় আসামী করা হয়েছে। এ ঘটনায় তিনি লালমনিরহাট পুলিশ সুপারের শুভদৃষ্টি কামনা করেন।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, বিজিবি ৩ জনকে আসামী করে মামলা দিয়েছেন। ওই মামলায় ঘটনার সাথে জড়িত নয় যদি এমন কাউকে হয়রানী করতে আসামী করা হয়। তাহলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here