মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রোকমান হোসেনে টোনা (৩৫) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ নভেম্বর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।রোকমান হোসেন টোনা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামের আমোদ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে সিংগাইরের গোলাইডাঙ্গা এলাকায় ৪৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর বটি দিয়ে গলা কেটে হত্যা করে রোকমান হোসেন টোনা।
মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে তার মা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরদিন এ ঘটনায় নিহতের ভাবি বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার একমাত্র আসামি রোকমান হোসেন টোনাকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে চাজর্শিট দাখিল করেন।
আদালত ১৫ জনের স্বাক্ষগ্রহণ শেষে মৃত্যুদণ্ড দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম নূরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আটকের পর আসামি বিভিন্ন সময় জামিনে ছিলেন।
সর্বশেষ জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করেন। রায়ে বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে রায়ের বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মো .শাহিনুর ইসলামের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।