ষ্টাফ রিপোর্টার: সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচা বাজার আরৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রী-বার্ষিক নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষিত হয়েছে।
সভাপতি পদে মোঃ সৈয়দ আলী আনারস প্রতিকে ৭৭ টি ভোট পেয়ে নির্বাচিত হন, অপর প্রার্থী ছিলেন সাখাওয়াত হোসেন। সহ- সভাপতি প্রার্থী ছিলেন চার জন, বটগাছ প্রতীকে ৫৬ টি ভোট পেয়ে বিজয়ী হন হাজি মোঃ হোসেন আলী।
সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম লাভলু আম প্রতিকে ৭২ টি ভোট পেয়ে বিজয়ী হন, তার দু’প্রতিদন্ধি যথাক্রমে মোঃ আবুল বাশার ও মোঃ জুয়েল, যুগ্ম সম্পাদক পদে তিনজন প্রার্থী ছিলেন, মোঃ শফিকুল ইসলাম ৫৬টি ভোট পেয়ে বিজয়ী হন।
কোষাধ্যক্ষ পদে মোঃ রফিকুল ইসলাম ৫৯ টি ভোট পেয়ে বিজয়ী হন। সদস্য পদে সাত জন প্রতিদন্ধিতা করে তিন জন নির্বাচিত হন, সর্বোচ্চ ৯৭ টি ভোট পেয়ে বিজয়ী হন মেঃ কাশেম আলী, এছাড়া মোঃ লালচান ও নূরুল ইসলাম বিজয়ী হন।
জেলার সর্ববৃহৎ এ আড়ৎটি কয়েক বছর পূর্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সড়িয়ে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন উত্তর পাশে জাগির ব্রিজের নিকট স্থানান্তরিত হওয়ার পরে এবারই প্রথম নির্বাচন হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতাসাধারণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উৎসুক দৃষ্টি আকর্ষণ করে।
প্রধান নির্বাচন পরিচালক জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ হাসমত আলী খান জানান, এ নির্বাচনে ৬টি পদের জন্য মোট প্রার্থী ২১ জন এবং মোট ভোটার একশত তেইশ জন।