Home ঢাকা বিভাগ মানিকগঞ্জে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন’র স্বরণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত !
শিকদার শামীম আলমামুন, মানিকগঞ্জ হতে : বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া নিজ গ্রামের বাড়িতে বিএনপির দূর্দিনের সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক খন্দকার দেলোয়ার হোসেন’র ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভা-পতি খন্দকার দেলোয়ার হোসেনের জৈষ্ঠপুত্র ডঃ খন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কৃষিবীদ শামীমুর রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারী এস এ জিন্নাহ কবির, জেলা আইনজীবি সমিতির সভাপতি জামিলুর রশীদ খান ও সাধারণ সম্পাদক নুরতাজ আলম বাহার, খন্দকার আবদুল হামিদ ডাবলু, মোতালেব হোসেন তোজাম্মেল হক তোজা,গোলাম আবেদিন কায়সার, মোহাম্মদ মাসুদ পারভেজ প্রমুখ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন ইলেকশন কমিশন গঠন করলেই কি সুষ্ঠু নির্বাচন পাওয়া যাবে? আমরা জানি সরকার যদি আওয়ামী লীগ থাকে, আর যে কোনো ইলেকশন কমিশন গঠন করুক না কেন নির্বাচন সুষ্ঠু হবে না, তাই নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ গঠন করতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সময় ১/১১ এর চেয়েও ভয়াবহ অবস্থায় চলেছে দেশ, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে ৩৫ লক্ষ মামলা দিয়েছে, ছয়শোর অধিক নেতাকর্মী গুম রয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, সরকার নিজেরাই দ্রব্য মূল্য সিন্ডিকেট করে বাড়িয়ে দিচ্ছে উল্লেখ করে অবিলম্বে দ্রব্য মুল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানান।
এর আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ তার রুহের মাগফেরাত কামনা করে দোয়ায় শরিক হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর । অনুষ্ঠানে বিএনপির নেতা কর্মীরা শ্রদ্ধার সঙ্গে দলের জন্য খন্দকার দেলোয়ার হোসেনের অবদানকে স্বরণ করেন।