মানিকগঞ্জে বাস চাপায় নিহতের প্রতিবাদে রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের বিক্ষোভ 

0
462
শিকদার শামীম আল মামুন: গতকাল বৃহস্পতিবার সকালে বাস চাপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সৌরভ সেনের নিহতের প্রতি-বাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রে-জেন্টেটিভ এ্যাসোসিয়শন (মানিকগঞ্জ ফারিয়া) প্রতিবাদ ও বিক্ষো-ভসহ শোকরালী এবং মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
এতে বক্তব্য রাখেন ফারিয়ার মানিকগঞ্জ জেলা শাখার উপদেষ্টা দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি ইলিয়াস হোসেন, সভা-পতি মাসুদুর রহমান, সেক্রেটারী কাওছার দেওয়ান, বেক্সিম-কো ফার্মার ওসমান গনী,  এসকে এফ ফার্মার সহিদুজ্জামান চৌধুরী, নিহতের সহকর্মী লতিফুল খবির।
এ সময় বক্তারা করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলায় তাদের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য সেবায় ভুমিকার কথা উল্লেখ করে সরকারের নিকট যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করেন।
ঢাকা-আরিচা-পাটুরিয়া গামী নীলাচল ও সেলফী পরিব-হনের বেপরোয়া গতিতে চলাচল নিয়ন্ত্রণ করতে  সহোযোগিতা সহ নিহতের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
কর্মসূচীতে মানিকগঞ্জে কর্মরত  প্রায় ৪০ টি ঔষধ কোম্পানির ২০০ এর অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here