মানিকগঞ্জ সদর উপজেলায় ইটবাহী ট্রলির চাপায় ইব্রাহিম আনান রুমান (২৬) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমান হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের ইসমাইল শিকদারের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।
স্থানীয়রা জানান, রুমান এক নারীকে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় বালিরটেক বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ওই নারীর বোরকা মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রুমান ও ওই নারী মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইটবাহী ট্রলি রোমানকে চাপা দেয়। মাথায় গুরুতর আঘাত পেলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।