মানিকগঞ্জের গোলড়া-সাটুরিয়া নামক স্থানে সেলফি বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। প্রত্যক্ষ- দর্শীদের বরাতে জানা যায়, ঢাকামুখী একটি যাত্রীবাহী সেলফি বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালককে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চালক।
নিহত মোটরসাইকেল আরোহী মাহিন হক (২৫) মানিকগঞ্জ উপজেলার গোলড়া চরখন্ড এলাকার এমদাদুল হক ওরফে কোটি পতি আব্দুল হকের এর সন্তান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মাহিন মোটরসাইকেলযোগে গোলড়ার দিকে যাচ্ছিলেন, এমন সময় পেছন থেকে এসে ঢাকা গামী ঘাতক সেলফি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক সেলফি বাসটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে আছে এবং এর বিরুদ্ধে অতি তাড়াতাড়ি আইনি কঠোর ব্যবস্থা নেয়া হবে।