মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়ে-ছেন। আজ সোমবার সকাল ৭টায় ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনা-স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বরঙ্গাইল হাইওয়ে থানায় রাখা হয়েছে। প্রাথমিকপর্যায়ে নিহতদের বাড়ি মাগুরা জেলায় বলে জানা গেছে।
তিনি বলেন, সোমবার সকালে মোটসাইকেলে করে নিহত দুই ব্যক্তি ঢাকা থেকে মাগুরা যাচ্ছি-লেন। পথে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় পৌঁছালে ঢাকা অভিমুখী বাসের চাপায় দুই জন নিহত হন। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।