মানিকগঞ্জে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজির বাঘাইড়। ১২০০ টাকা কেজি ধরে ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয় মাছটি।
শুক্রবার (২৪ জুন) সকালে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে মাছটি বিক্রির জন্য আনেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার ও তাপস হালদার। তাদের বাড়ি উপজেলার বাল্লা ইউনিয়নে।
মানিক হালদার জানান, বৃহস্পতিবার রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্টে জেলেদের জালে ধরা পড়ে ৪৭ কেজি ওজনের এ বাঘাইড় মাছটি। স্থানীয় আড়ত থেকে মাছটি কিনে আনেন তারা।
এরপর ঝিটকা বাজারে মাছটি কেটে ১২০০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। এ সময় বিশাল আকৃতির ভাঘাইড় দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। বাজারে উপস্থিত বিজয় হালদার জানান, এত বড় মাছ সচরাচর ঝিটকা বাজারে পাওয়া যায় না।