মানিকগঞ্জের পাঁচ ওসিকে একযোগে বদলি !

0
78

মানিকগঞ্জ জেলা পুলিশের পাঁচজন পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে, যাদের সবাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিকের সই করা এক প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি করা পাঁচ ওসিকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ-এ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে দেখা গেছে, শিবালয় থানার ওসি মো. আ. রউফ সরকারকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে, দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্যকে সিআইডিতে, হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলমকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে, সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে ও সাটুরিয়া থানার ওসি মো. মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here