মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজের চারদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার !

0
481
শিকদার শামীম আল মামুন:  মানিকগঞ্জের সিঙ্গাইরে আল-আমিন (৭) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডিচকের এক বাঁশ ঝাড়ে গর্তের ভেতর থেকে এ লাশ উদ্ধার হয়েছে।  আল-আমিন বরবাকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আল-আমিন গত শনিবার সকালে বাইসাইকেল নিয়ে খেলতে বের হয়। সারাদিন বাড়িতে না ফিরলে বিভিন্ন জায়গা ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজতে থাকে পরিবারের লোকজন। না পেয়ে রোববার সিংগাইর থানায় জিডি করে। পুলিশ বিভিন্ন জায়গা খোঁজাখুজির এক পর্যায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে বেরুন্ডি এলাকার টেমা মিয়ার ভিটার বাঁশ ঝাড়ের মাটিতে পুতে রাখা তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেন ।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, দুস্কৃতকারিরা পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ গুম করার জন্য  এখানে পুতে রেখেছিল। এ ঘটনায়  আইনগত ব্যবস্থা প্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here