মির্জাপুরে বৌওয়ের সাথে কলহের অভিযোগে বাবাকে পিটিয়ে মারলো পুত্র !

0
125

টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে আনোয়ার হোসেন ওরফে দুখু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।

বুধবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ছেলে লিটন পালিয়ে গেলেও পুত্রবধূ রাশেদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার আগধল্যা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ওরফে দুখু মিয়ার স্ত্রী আউশি বেগমের পাটশোলা (পাটখড়ি) নিয়ে পুত্রবধূ রাশেদা বেগমের প্রায় ঝগড়া হয়। শ্বশুর দুখু মিয়া বাড়িতে এসে স্ত্রী ও পুত্রবধূর ঝগড়া দেখতে পেয়ে স্ত্রীকে শাসান। এতে পুত্রবধূ শান্ত না হয়ে শশুরের সঙ্গে ঝগড়া শুরু করেন।

একপর্যায়ে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বাড়ির অপর পাশ থেকে ছেলে লিটন মিয়া ঝগড়ার দৃশ্য দেখে দৌড়ে এসে বৈঠা নিয়ে বাবাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। তার বৈঠার আঘাতে ঘটনাস্থলেই দুখু মিয়ার মৃত্যু হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, বাবা ও ছেলে পেশায় দিনমজুর। মাঝে মধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। বুধবার পারিবারিক কলহের জের ধরে ছেলে ও পুত্রবধূ বাবাকে পিটিয়ে হত্যা করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলে লিটনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here