মোংলা বন্দরে আসা বৈদেশিক জাহাজের প্রধান প্রকৌশলীর করোনা শনাক্ত !

0
344

শেখ সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোংলা বন্দরে আসা থাইল্যান্ডের পতাকাবাহী একটি এলপিজি জাহাজের প্রধান প্রকৌশলীর করোনা শনাক্ত হয়েছে। এম ভি সুমি জাহাজের এ প্রকৌশলীর নাম সুরিয়া। থাইল্যান্ডের নাগরিক তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট হাতে পায় মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এদিন রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে বিদেশি ওই জাহাজটি বন্দরে আসে।
পশুর নদীর পাড়ে এনার্জিপ্যাক নামে এলপিজি কারখানায় ওই জাহাজ থেকে তরল গ্যাস খালাসও হয়। এর মধ্যেই ওই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) সুরিয়ার জ্বর হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে বন্দরের নিজস্ব স্বাস্থ্য দফতর পোর্ট হেলথের মাধ্যমে তাকে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়।
এরপর মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করলে রিপোর্ট করোনা পজিটিভ আসে। বিদেশি ওই জাহাজটি বন্দরের আইসোলেশন এ্যাংকর বেসক্রিকের চার নম্বর বয়ায় নোঙর করে রাখা হয়েছে। জাহাজের থাকা অন্য ১৪ জন নাবিকের সবার নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে জানায় বন্দরের এ কর্মকর্তা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here