Home খুলনা বিভাগ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৮ জন আটক
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর উপ জেলার সেলমানপুর ও লেবুতলা গ্রাম থেকে নারী ও পুরুষসহ ৮ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে তারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার জন্য জড়ো হলে বিজিবি গোপন সুত্রে খবর পেয়ে তাদের আটক করে। বুধবার মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের ইট ভাটা এলাকা থেকে নড়াইল জেলার কালিয়া উপজেলার কুলসুর গ্রামের বিকাশ পালের ছেলে লিটন পাল (২৮), মাগুরা জেলার শালিখা থানার ছান্দরা গ্রামের সমর পালের স্ত্রী লতিকা পাল (২৯), ছেলে শয়ন পাল (১০), পিরোজপুর জেলার কাউখালী থানার গোপালপুর গ্রামের সুমন মন্ডলের স্ত্রী নুপুর রায় (২৫), লেবুতলা গ্রামের ঈদগাহ মাঠ এলাকা থেকে পাবনা জেলার সুজানগর থানার হাটখালী গ্রামের কৃষ্ণা দেবনাথের স্ত্রী মোছাঃ রিপা খাতুন (৩০), মেয়ে যুথী খাতুন (১৬), আয়শা খাতুন (১১) এবং রাবিয়া (০৭) কে আটক করা হয়।