মহেশপুরে বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

0
131

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমজাদ হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার কাজীর বেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার ও এলাবাকাসী সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়ারপোতা গ্রামের প্রতিবন্ধী মেয়ে খুশি (১৪) (ছদ্মনাম) কে ডালভাঙ্গা গ্রামের মৃত শের আলীর ছেলে আমজাদ হোসেন ধর্ষণের চেষ্টা করে।

ভিকটিমের বাবা একজন দিনমজুর। গত ৩১ আগস্ট দুপুরে পরিবারের অনুপস্থিতিতে অভিযুক্ত আমজাদ
হোসেন উক্ত প্রতিবন্ধীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।

এসময় ভিকটিমের মা বাড়ি চলে আসলে আমজাদ হোসেন পালিয়ে যায়। বিষয়টি ভিকটিমের মা কাজীরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ানবীকে মৌখিকভাবে জানালে সালিশের চেষ্টা করে ব্যর্থ হয় এবং শুক্রবার বিষয়টি মহেশপুর থানার ওসি সেলিম মিয়াকে অবহিত করেন।

পরে মহেশপুর থানা পুলিশ রাতেই আসামী আমজাদ হোসেনকে আটক করে। ওসি সেলিম মিয়া বলেন, মামলা হয়েছে আসামীকে জেল-হাজতে পাঠানো হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here