মহেশপুরে স্ত্রীর পরকীয়ার খবরে সিঙ্গাপুর প্রবাসি যুবকের আত্মহত্যা!

0
74

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- প্রেম করে বিয়ের পর ভালোই চলছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাঁচপোতা গ্রামের আশিকুর রহমান আশিক ও শিলার সংসার।

তাদের উভয়ের বাড়ি পাঁচপোতা গ্রামে। বিয়ের কিছুদিন পর সিঙ্গাপুর চলে যান আশিক। স্ত্রী বাপের বাড়ি ও শ্বাশুরবাড়ি যাতায়াত করতে থাকেন। এক পর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন শিলা। শুরু হয় দাম্পত্য কলহ ও বিবাদ।

অজ্ঞাত কারণে স্বামীর বাড়ি আসা বন্ধ করে দেয় স্ত্রী শিলা। শিলার মা শর্তজুড়ে দেয় আশিক পৃথক না হলে স্বামীর বাড়ি আসবে না।

গ্রামবাসির ভাষ্যমতে, সংসার ভাঙ্গার এই টালমাটাল পরিস্থিতির মধ্যে সিঙ্গাপুর প্রবাসি আশিকের মোবাইলে স্ত্রীর পরকীয়ার কিছু একান্ত ছবি কে বা কারা পাঠিয়ে দেয়। এতে বিমর্ষ ও হতাশ হয়ে স্বামী আশিক আত্মঘাতি হন।

সিঙ্গপুরে নিজ রুমে গত ৭ (বুধবার) সেপ্টম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন আশিক। সাতদিন পর মঙ্গল বার মধ্যরাতে আশিকের মৃতদেহ সিঙ্গাপুর থেকে মহেশপুরের পাঁচপোতা গ্রামে পৌছায়।

এ সময় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। বুধবার সকালে আশিককে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here