মোমিন মেহেদীর সংবাদ-এর ক্লাস’র মোড়ক উন্মোচন

0
294
কলামিস্ট মোমিন মেহেদী রচিত ‘সংবাদ-এর ক্লাস’-এর মোড়ক উন্মোচন বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন কলামিস্ট লায়ন মীর আব্দুুল আলীম।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি কবি চঞ্চল মেহমুদ কাশেম, অনলাইন প্রেস ইউনিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা প্রমুখ।
এসময় অতিথি গণ বলেন- নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী, তিনি  সাংবাদিকতার মত মহান এই পেশাকে কলঙ্কমুক্ত করতে পাঠ-পঠনের রাস্তা তৈরির জন্য নিবেদিত থেকে গ্রন্থটি রচনা করেছেন।
যাতে করে এই পেশা শেখা-জানা ও বোঝার মধ্য দিয়ে সমৃদ্ধ হয়। বইটি  ২৩৪-২৩৫ নম্বর স্টলে ও রকমারি ডটকম-এও পাওয়া যাবে। বইটি কিনে নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী ও আগ্রহীরা উপকৃত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here