মোরেলগঞ্জে ১ কেজি গাঁজাসহ বাসচালক আটক

0
240
শেখ সাইফুল ইসলাম কবির  : বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ এক বাস চালককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
বুধবার বেলা ১১টার দিকে সোলমবাড়িয়া গ্রামের মুনসুর শেখের ছেলে হারুণ শেখকে(৩৭) আটক করে। তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি গাঁজা।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাস চালক হারুণ শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ও ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক কামরুজ্জামান বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here