মোরেলগঞ্জে  ৪৩ টি মুরগী জবাই করে হত্যা !

0
169
এস.এম. সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ থেকে : বাগেরহাটের মোরেলগঞ্জে  উপ-জেলায় গাব-তলা গ্রামে পূর্ব শত্রæতার জের হিসেবে এক ব্যবসায়ীর ৪৩টি ব্রয়লার মুরগী জবাই করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা গেছে, সদর ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত. তোতাম্বর শেখের ছেলে মুরগী ব্যবসায়ী লিটন শেখের সাথে এলাকার কতিপয় বখাটেদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শত্রæতা চলে আসছিল।
এরই জের ধরে রোববার রাতে তার দোকানের ব্যাড়া কেটে দুর্বৃত্তরা  ঢুকে বিক্রির জন্য রাখা প্রায় ২ কেজি ওজনের ৬৩টি মুরগী থেকে ৪৩টি মুরগী জবাই করে হত্যা করেছে শত্রুতা শোধ দেয়ার চেষ্টা করে।
মোরেলগঞ্জ  সদর ইউনিয়নের চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী হাওলাদার ঘটনাস্থল পরি-দর্শন করে জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধরণা করা হচ্ছে। এটা একটি নির্মম ঘটনা।
মুরগীর সাথে মানুষের কোন শত্রুতা থাকতে পারে না। থানা পুলিশের এসআই কাজল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here