মোরেলগঞ্জে প্রথম আলো’র সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন !

0
345
শেখ সাইফুল ইসলাম কবির: প্রথম আলো’র জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাব । বুধবার দুপুরে পুরাতন থানা রোডস্থ মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি একুশে টিভি প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক  বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম, দৈনিক যায় যায় দিন ও অবজারভার প্রতিনিধি এস.এম. সাইফুল ইসলাম কবির,সাবেক সভা-পতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি জামাল শরীফ, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, কিউটিভি ও দৈনিক জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, দৈনিক সংবাদ প্রতি-নিধি গনেশ পাল, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, দৈনিক সংবাদ প্রতি-দিন প্রতিনিধি এম. শাহজাহান খান,শেফালী আকতার রাখী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিও হেনন্তাকারী উপ-সচিব কাজী জেবুন্নেছার অপসারন, মিথ্যা মামলা প্রত্যাহার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে মোরেলগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ,সমাজসেবক ও সুধিজন সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here