মোরেলগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আওয়ামী লীগের আলোচনা সভা

0
162
শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টায় বারইখালী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ স্থিত ছিলেন সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ শাহাবু দ্দিন তালুকদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ , উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আজমীন নাহার, কৃষক লীগ উপজেলা সভাপতি আব্দুল হালিম জোমাদ্দার, মাষ্টর সাইদুর রহমান ও তাঁতীলীগ উপজেলা সম্পাদক কেএম  শহিদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here