এস.এম. সাইফুল ইসলাম কবির : ২য় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে তফশীলভূক্ত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউ-লিয়া ইউনিয়ন। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নমি-নেশন চেয়ে আবেদন করেছেন ১০ জন।
আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের মৃত্যু বরণ করায় প্রথম ধাপের তফশীলভূক্ত এ ইউনিয়নটির নির্বাচন বন্ধ হয়ে যায়।
২য় ধাপের তফশীলভূক্ত হওয়ায় আগামি ২ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই ঘোষণামতে আজ শুক্রবার আওয়ামী লীগ দলীয় নমিনেশন প্রত্যাশীদের আবেদন নিয়েছে উপ-জেলা আওয়ামী লীগ।এখানে দলের ১০ জন নেতা নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন।
এরা হচ্ছেন,মাষ্টার সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, বীর মুক্তিযোদ্ধা শাহ্আলম হাওলাদার, ইছাহাক আলী হাওলাদার, হাসিব খান, আলমগীর হোসেন হাওলাদার, সায়েদু-জ্জামান সাইদ, সরোয়ার হোসেন হাওলাদার, রেজাউল করিম ও প্রায়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের এর ছেলে আবু শান্ত হাওলাদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।