মোরেলগঞ্জে পল্লী চিকিৎসকের ঝুলান্ত লাশ উদ্ধার

0
213
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের পল্লী চিকিৎসক রিয়াজুল হাসান বায়েজিদ(৩০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সন্ন্যাসী বাজারের নিজ বাসা থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে সন্ন্যাসী ফাড়ি পুলিশ । বায়েজিদ খেজুবাড়িয়া গ্রামের স্থানীয় ডা. মুনছুর আলী হাওলাদারের ছেলে।
বায়জিদের বোন রুনা জানান, দুপুরে খাবার খেতে না যাওয়ায় বিকেল ৪টার দিকে ডাকা-ডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরে ঢুকে আড়ার সাথে তার মৃত দেহ রশির দিয়ে ঝুলতে দেখা যায়। তার ভাইকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন।
সন্ন্যাসী পুলিশ ফাড়ির আইসি মো. নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে প্রকৃত রহস্য উৎঘাটিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here