চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে শহরের পুরাতন জেলখানা এলাকায় অবস্থিত নবাববগঞ্জ সেন্ট্রাল জামে মসজিদ রক্ষা করে রাস্তা নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে মসজিদের মুসল্লীরা ও এলাকাবাসী। শহরের দাউদপুর লিংক রোড নির্মাণে মসজিদ ভেঙ্গে জমি অধিগ্রহণ প্রস্তাবের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার সকালে সেন্ট্রাল জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় নানা পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তব্য রাখেন, সেন্ট্রাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, সিনিয়র এ্যাড. সোলায়মান বিশু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. আব্দুল ওদুদ, উক্ত মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম, খতিব মাওলানা হুমায়ন কবির, জাসিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, দারুল হাদিস মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল রহিমসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত রাস্তার প্রথম জরিপে মসজিদের কোন প্রকার ক্ষতিসাধন চিহ্নিত হয়নি।
পরবর্তীতে ২য় জরিপে মসজিদ ভেঙ্গে জমি অধিগ্রহণের পরিকল্পনা চুড়ান্ত করা হয়েছে। বক্তারা পুর্বের জরিপে রাস্তা বাস্তবায়ন করার দাবি জানান। শেষে মসজিদ রক্ষায় বিশেষ দোয়া করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করা হয়।