Sunday, January 17, 2021
Home মতামত নাচোলে এনজিও বাইস’র বিরুদ্ধে ভূক্তভোগীদের মানববন্ধন !

নাচোলে এনজিও বাইস’র বিরুদ্ধে ভূক্তভোগীদের মানববন্ধন !

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাইস এনজিও’র সাবেক মাঠকর্মী সাদিরুল ইসলাম সদস্যদের অবৈধ টাকা উত্তোলন ও বাইস এনজিও কর্তৃক মামলার হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে লাহাবাড়ী, বাজিন্দ্রপুর, বাউল, আলিশাপুর, গজলবাড়ী, মিড়কাডাঙ্গা এলাকাবাসী।
রবিবার দুপুরে ফরশেসপুর বাজারে ভুক্তভোগী সদস্যবৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, আঃ খালেকের ছেলে সুকুদ্দি, মৃত অলীল মাহত্বের ছেলে জয় চাঁন, আরিফের ছেলে কহিনুর, আষাড়ু মাহত্বের ছেলে শ্রী কাজল, আঃ সালামের ছেলে সাদিকুল ইসলাম, মৃত আজাদ আলীর ছেলে সানউল্লাহ, মৃত জোহর আলীর ছেলে বাদল হোসেন, আবুল হোসেনের ছেলে হানিফ, মৃত মুনতাজ আলীর ছেলে মোজাফফর আলী, ইউসুফ আলীর ছেলে ইয়া দুল, এনতাজ আলীর ছেলে জাহাঙ্গীর, বিধবা নারী ঝড়না, নাসিরুলের স্ত্রী তাহেরা খাতুন, সেলিম রেজার স্ত্রী তানজিলা, আঃ হকের স্ত্রী ফাতেমা, পাতাল আলীর ছেলে জেন্টু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাইস এনজিওর নাচোল শাখার সাবেক মাঠকর্মী সাদিরুল ইসলাম এন জিওর ১৩২জন সদস্যদের নামে স্বাক্ষর জাল করে অবৈধ ভাবে ৬৪লাখ টাকা উত্তোলন করে। এনজিওর সদস্যরা বাইস এনজিওকে টাকা দিতে নাজার হলে তাদের নামে উকিল নোটিশ পাঠিয়ে মামলা করে এবং ভুক্তভোগী সদস্যদের মধ্যেও বেশ কয়েকজন কারাবন্দীও হয়।
অনান্য সদস্যদের হয়রানী করছে বলেও জানা যায়। এই হয়রানী থেকে রক্ষা ও প্রতারক সাদিরুল ইসলাম বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গোমস্তাপুরে হস্তান্তরের অপেক্ষায় গৃহহীনদের ৯৫টি বাড়ি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য বাসস্থান নিশ্চিত করতে গোমস্তাপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা ৯৫টি বাড়ী হস্তান্তরের...

চাঁপাইনবাবগঞ্জে ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাবের আয়োজনে ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক সেমিনার হয়েছে। রবিবার সকালে অফিসার্স ক্লাব, চাঁপাইনবাব গঞ্জের হলরুমে এ সেমিনার হয়। চাঁপাইনবাবগঞ্জের...

জাতীয় দলের সাবেক গোলকিপার পারভেজ কবির আর নেই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার মো. পারভেজ কবির শাহ্ মিনা পরলোকগমন করেছেন (ইন্না ... রাজিউন)। রবিবার সকাল ৮টায় চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট...

অস্ট্রেলিয়ায় অভিষেকেই ‘সুন্দর’ ওয়াশিংটন

স্বপ্নের টেস্ট অভিষেক বললেও কম বলা হয়৷ পিঠের ব্যাথ্যায় রবিচন্দ্রন অশ্বিন খেলতে না-পারায় গাব্বায় টেস্ট অভিষেক হয় ওয়াশিংটন সুন্দরের৷ বল হাতে সফল হওয়ার পর...

Recent Comments