নাচোলে অবৈধভাবে ৪ হাজার বস্তা সার মজুদ !

0
59

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখার অপরাধে এক সার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

দন্ডিত ব্যক্তি হচ্ছে, নাচোল উপজেলার মাঠপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে তরিকুল ইসলাম (মেসার্স তৈমুর এ্যান্ড ব্রাদার্স এর মালিক)।

সংশ্লিষ্ঠ সুত্রে জানাগেছে,  সোমবার সন্ধ্যার পর থেকে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত উপজেলা পোষ্ট অফিসের সামনে (মেসার্স তৈমুর এ্যান্ড ব্রাদার্স) বিএডিসি স্যার ব্যবসায়ী তরিকুল ইসলামের সারের গোডাউনে অভিযান পরিচালনা করে।

এসময় অবৈধভাবে মজুদ করা চার হাজার বস্তা (২ মেট্রিক টন) ইউরিয়া সার জব্দ করা হয়। পরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট শরিফ আহ-ম্মেদ অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে মেসার্স তৈমুর এ্যান্ড ব্রাদার্সকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

সেই সাথে তাকে আগামিকাল বুধবারের মধ্যে মজুদকৃত সার বাজারজাত করার জন্য নির্দেশ দেন। একই সাথে তরিকুল ইসলামকে ওএমস এর মাল অন্যত্র গোডাউনে রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযানটি পরিচালনা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here